
বিশ্বসংবাদ ডেস্ক :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বামদল ও কংগ্রেসের ডাকে ভারতজুড়ে বনধ পালিত হচ্ছে। পেট্রোলে লিটারে ১২ পয়সা এবং ডিজেলে ১০ পয়সা করে বাড়িয়েছে মোদি সরকার।
সোমবার সকাল থেকে রাস্তায় নেমে অবরোধে সামিল হয়েছেন বনধ সমর্থনকারীরা। দিল্লিতে রাজঘাট থেকে মিছিল করে রামলীলা ময়দানে সভা করছেন কংগ্রেসসহ বিরোধীদলের নেতারা। দিল্লিতে বনধের সমর্থনে মিছিলে যোগ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ছিলেন কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধীসহ দলের জ্যেষ্ঠ নেতারা। সমর্থন দিয়েছে আম আদমি পার্টিও। তবে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস বনধে সমর্থন দেয়নি।
বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে ট্রেন ও জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও প্রভাব পড়েছে বনধের। বনধের উত্তাপ ছড়িয়েছে মোদীর রাজ্য গুজরাটেও। কয়েক জায়গায় পেট্রোল পাম্প ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বনধ সমর্থনকারীদের। তবে বড় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।