বিশ্বসংবাদ ডেস্ক :
ফিলিস্তিনের গেরিলা সংগঠন হামাসের বিরুদ্ধে নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে প্রত্যাখ্যাত হয়েছে।
ইসরায়েলের সমর্থিত ওই প্রস্তাবটি বৃহস্পতিবার সাধারণ পরিষদে ভোটাভুটির জন্য উপস্থাপন করা হয়। প্রস্তাবের পক্ষে পরে ৮৭ ভোট, বিপক্ষে পরে ৫৭ ভোট, আর ভোটদানে অনুপস্থিত ছিলো ৩৩টি দেশ। নিন্দা প্রস্তাবটি পাস হওয়ার জন্য সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য দেশের সমর্থন প্রযোজন ছিলো।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রস্তাটি উপস্থাপন করেন নিকি হেলি। চলতি মাসের শেষ নাগাদ জাতিসংঘ দূতের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াবেন তিনি। এই নিন্দা প্রস্তাবটি ছিলো আন্তর্জাতিক ফোরামে যুক্তরাষ্ট্রের হয়ে নিকির সর্বশেষ প্রস্তাব উত্থাপন।
ভোটাভুটির আগে সদস্য দেশের প্রতিনিধিদের উদ্দেশ্য তিনি বলেন, যুক্তরাষ্ট্র খুবই গুরত্বের সঙ্গে প্রস্তাবটি প্রস্তুত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানানোর প্রস্তাবে সমর্থন জানানো।