খাদ্য সংকটে সোমালিয়ার অর্ধকোটি মানুষ

খাদ্য সংকটে সোমালিয়ার অর্ধকোটি মানুষ

শেয়ার করুন

somalia-বিশ্ব সংবাদ ডেস্ক:

খাদ্য সংকটে ভুগছে আফ্রিকার দেশ সোমালিয়ার প্রায় ৫০ লাখ মানুষ।

মঙ্গলবার জাতিসংঘ তাদের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতি ১০ জনে ৪ জন সোমালি নাগরিক পর্যাপ্ত খাবার পান না। এই হার দেশটির মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশ। জাতিসংঘ তাদের প্রতিবেদনে বলছে, গত ফেব্রুয়ারিতে খাদ্য সংকটে ছিল ৩ লাখ মানুষ।

বর্তমানে দেশটিতে সে সংখ্যা বেড়ে ৫০ লাখে দাঁড়িয়েছে। জঙ্গিগোষ্ঠী আল শাবারের সঙ্গে সরকারের অব্যাহত সংঘর্ষকে এর কারণ হিসেবে দেখছে জাতিসংঘ। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন লাখের কাছাকাছি মানুষ। ঘরবাড়ি ছেড়েছে অনেক পরিবার। তাদের অনেকে ফিরে এলেও, বেঁচে থাকার মতো পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না তারা।