উইঘুর মুসলিমদের নিপীড়ন: চীনের বিরুদ্ধে মার্কিন সিনেটে নিন্দা

উইঘুর মুসলিমদের নিপীড়ন: চীনের বিরুদ্ধে মার্কিন সিনেটে নিন্দা

শেয়ার করুন

123বিশ্বসংবাদ ডেস্ক :

চীনে উইঘুর মুসলিমদের নিপীড়নের কারণে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে নিন্দা জানিয়ে বিল পাসে সম্মত হয়েছে মার্কিন সিনেট।

এর ফলে এক মাসেরও কম সময়ের ব্যবধানে চীন সরকারকে চটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে আবারও নতুন অজুহাত তুলে দিতে যাচ্ছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ। বহুল আলোচিত বেইজিং-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি প্রচেষ্টার মধ্যেই এমন পদক্ষেপ নিলো কংগ্রেস।

বৃহস্পতিবার সিনেটররা বলেন, উইঘুর আদিবাসীদের উপর নিষ্ঠুর ও অমানবিক অত্যাচরের কারণে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত এবং খুব সহজেই নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য ব্যবস্থা নিতে বিল পাস করা সম্ভব হবে। গত মঙ্গলবার সিনেটে এ নিয়ে একটি প্রস্তাবের পক্ষে চারশো সাত এবং বিপক্ষে একটি মাত্র ভোট পড়ে। দু’সপ্তাহের মধ্যেই এতে সর্বসম্মত অনুমোদন প্রত্যাশা করছে মার্কিন সিনটররা।