আন্তর্জাতিক ডেস্ক।।
ইরাকের উত্তরাঞ্চলের একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরও তিনজন। শনিবার দিবাগত রাতে সন্ত্রাসীরা এ হামলা চালায়।
ইরাকের এক সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়. কিরকুক শহরের ৬৫ কিলোমিটার দক্ষিণে আল রাশাদ এলাকায় হামলাটি চালানো হয়।
ইরাকি পুলিশের ওই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, তল্লাশিচৌকিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।
তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি আইএস বা অন্য কোনো সংগঠনও।
তবে সাম্প্রতিক সময় ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে। দেশটির উত্তরাঞ্চলে প্রায়ই সেনাসদস্য ও পুলিশকে নিশানা করে হামলা চালায় তারা।
গত ১৯ জুলাই দেশটির সদর সিটির একটি বাজারে বোমা হামলা চালানোর দায় স্বীকার করে আইএস, ওই হামলায় ৩০ জন নিহত হন।