আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনে আরও এক শ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্র সময় বুধবার ভার্চ্যুয়ালি মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে আরও সাহায্য চাওয়ার পর ওই দিনই বাইডেন এ ঘোষণা দেন।
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনে পাঠাচ্ছে ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র জ্যাভলিন দুই হাজার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিংগার ৮০০টি, দুই কোটি রাউন্ড গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা ৯ হাজার।
এ ছাড়া ড্রোন, রাইফেল, পিস্তল, মেশিনগান, শটগান, রকেট ও গ্রেনেড লাঞ্চারও রয়েছে।
ইউক্রেনে নতুন করে সরাসরি এসব অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে বাইডেন বলেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে তার অংশ হিসেবে এসব অস্ত্র পাঠানো হচ্ছে। তিনি বলেন, ইউক্রেনে পুতিন যাতে কখনোই বিজয়ী হতে না পারেন তা নিশ্চিত করতেই দেশটিতে এ অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের প্রতিনিধির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে আরও সহায়তা চান। এরপর পরই বাইডেন ইউক্রেনে এসব অস্ত্র পাঠানোর ঘোষণা করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও ইউক্রেনে দেওয়া সাহায্য আরও বৃদ্ধির আহ্বান জানান।