সিরিয়ায় এক বছরে রুশ বিমান হামলায় নিহত ৯ হাজার

সিরিয়ায় এক বছরে রুশ বিমান হামলায় নিহত ৯ হাজার

শেয়ার করুন

_91441790_gettyimages-610637504বিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়ায় রুশ বাহিনীর এক বছরের বিমান হামলায় ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত ৪ হাজার বেসামরিক নাগরিক।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে গত বছরের সেপ্টেম্বরের ৩০ তারিখে, বিমান হামলা শুরু করে রাশিয়া। দেশটিতে ঘাঁটি গেড়ে বসা আইএস-সহ অন্যান্য জঙ্গিদের দমন করাই ছিলো এই অভিযানের লক্ষ্য। তবে অভিযানে প্রায় প্রতিদিনই বহু বেসামরিক নাগরিক মারা যায়।

সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার জানিয়েছে, রুশ বাহিনীর অভিযানে সিরিয়ায় এ পর্যন্ত মারা গেছে সবমিলে ৯ হাজার ৩শ’ ৬৪ জন। এদের মধ্যে ৩ হাজার ৮শ’ জনই বেসামরিক নাগরিক।

বিমান অভিযানে আরও ২০ হাজার বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও জানায় মানবাধিকার সংগঠনটি। সিরিয়ায় ত্রাণ সরবরাহে যুক্ত থাকা বিভিন্ন সংগঠনের কর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হতাহতের সংখ্যা জানা গেছে।