যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে, নতুন...

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৪ জন

শেয়ার করুন

Jess_Hospital

।। যশোর প্রতিনিধি ।।

যশোরে করোনায় মৃত্যুর হার বাড়লেও উপসর্গ নিয়ে মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ। করোনায় মৃতরা হলেন,ঝিনাইদহ জেলার কালিগঞ্জের কাট বাড়িয়া এলাকার বাসিন্দা জাহাঙ্গির এর স্ত্রী ৯০ বছর বয়সী আমেনা, যশোর সদর উপজেলার এড়েন্দার ইসলামের স্ত্রী ২৬ বছর বয়সী নার্গিস,খোলাডাঙ্গার শেখ ওয়াজেদ আলীর ছেলে ৭৬ বছর বয়সী আবদুল লতিফ,মণিরামপুর উপজেলার মহর আলীর ছেলে ৭০ বছর বয়সী আন্য়োর হোসেন,চৌগাছার উজিরপুরের আবদুল ওহাবের স্ত্রী ৩৪ বছর বয়সী রিক্তা ।
তিনি আরও জানান, হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে ৯ জন এবং এইচডিইউতে ভর্তি আছেন ১১ জন। এছাড়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩ জন।
এছাড়া ৭৫ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।