যশোরে ফুল চাষীদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ

যশোরে ফুল চাষীদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ

শেয়ার করুন
Flower-Market-Jessore-1912120654-1912150042
ফটোঃ সৌজন্য- যশোরের আলো

।। যশোর প্রতিনিধি ।।

যশোরে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্দ্যোক্তাদের মাঝে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক ঝিকরগাছা উপজেলার ফুল চাষীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

আজ দুপুরে ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঝিকরগাছার যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋন বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ নাসির উদ্দিন, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

PIC 3

আজ ৫৪ জন ফুল চাষীদের মাঝে ৪৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ২৪জন চাষীকে ২৭ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হবে।