মেসি বিহীন আর্জেন্টিনার পরাজয়

মেসি বিহীন আর্জেন্টিনার পরাজয়

শেয়ার করুন

argentinaএটিএন টাইমস ডেস্ক:

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আবারও পরাজয়ের স্বাদ পেয়েছে অর্জেন্টিনা। বুধবার ভোরে তারা ১-০ গোলে হেরেছে প্যারাগুয়ের কাছে।

করদোবায় ইনজুরির কারণে এই ম্যাচে ছিলেন না আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। অবশ্য তাকে ছাড়াই প্যারাগুয়ের বিপক্ষে শুরু থেকেই প্রাধান্য ছিল আর্জেন্টিনার।

তবে স্রোতের বিপরীতে প্রথম গোল করে বসে স্বাগতিক প্যারাগুয়ে। ১৮ মিনিটে দলকে এগিয়ে দেন দেরলিস গনসালেস।

গোল হজমের পর তা পরিশোধে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। ৪৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সের্হিও আগুয়েরো।
এরপর একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনার ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে।