বিডিআর বিদ্রোহ: আজ হাইকোর্টের রায়

বিডিআর বিদ্রোহ: আজ হাইকোর্টের রায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত ১৫২ আসামীর মৃত্যুদন্ডের আদেশ ও সাজার রায়ের বিরুদ্ধে আজ হাইকোর্টের রায় দেয়া হবে। রাজধানীর পিলখানার দরবার হলে বিদ্রোহের নামে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি হত্যাযজ্ঞ চালায় তখনকার বিডিআর এর বিপথগামী সদস্যরা।

৩৬ ঘন্টা চলা হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। চলে লুটপাট আর অগ্নিসংযোগ। করা হয় মৃতদেহের ওপরও নির্যাতন।

হত্যাযজ্ঞের প্রায় সাড়ে চার বছর পর ২০১৩ সালের ৫ই নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে ফাঁসির রায় দেন আদালত। এদের একজন ছাড়া সবাই তখনকার বিডিআর সদস্য। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১৬০ জনকে।

সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা পান আরও ২৫৬ জন। খালাস দেয়া হয় ২৭৭ জনকে। হাইকোের্টর বৃহত্তর বেঞ্চে ৩৭০ কার্যদিবসে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি হয়। গত ১৩ এপ্রিল সকল যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।