বান্দরবানে এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের...

বান্দরবানে এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ নিবিড় ভাবে কাজ করছে

শেয়ার করুন

IMG_20210910_142911

।। বান্দরবান প্রতিনিধি ।।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ নিবিড় ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার (১০সেপ্টেম্বর) সকালে বান্দরবান সদর হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তরের সময় মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

শহরের রাজারমাঠ সংলগ্ন পার্বত্যমন্ত্রীর বাসভবনের সামনে সিভিল সার্জন ডা. অংসৈ প্রু মারমার হাতে আনুষ্ঠানিকভাবে এ্যম্বুলেন্সের চাবি হন্তান্তর করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, পর্যায়ক্রমে হাসপাতালগুলো আরো আধুনিক হবে। স্বাস্থসেবার ক্ষেত্রে বান্দরবান আরো একধাপ এগিয়ে গেছে। তিনি আরো বলেন, পাহাড়ে চিকিৎসাসেবার উন্নয়নে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। পরে মন্ত্রী বান্দরবান প্রেসক্লাবের উদ্যোগে মুজিবশত বার্ষিকী উপলক্ষে রাজার মাঠে স্মারক বৃক্ষরোপন করেন।

এসময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।