প্রথমবারের মতো জাতিসংঘের ত্রাণবাহী বিমান ইয়েমেনে

প্রথমবারের মতো জাতিসংঘের ত্রাণবাহী বিমান ইয়েমেনে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধ শিথিল হওয়ার পর তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘের ত্রাণবাহী বিমান ইয়েমেন পৌঁছেছে। বিমানটিতে পোলিও ভ্যাকসিনের চালান রয়েছে বলে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে। সেই সঙ্গে জাতিসংঘের ত্রাণকর্মী ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের কর্মীদের নিয়ে আরও তিনটি বিমান রাজধানী সানার বিমানবন্দরে পৌঁছেছে।

তবে প্রতিশ্রুতি অনুযায়ী এখনও ইয়েমেনের উত্তরাঞ্চলের করিডোরগুলো খুলে দেয়নি সৌদি আরব। বৃহস্পতিবার খুলে দেওয়ার কথা থাকলেও সৌদি আরব এখনও খুলে দেয়নি বলে অভিযোগ করেছে ত্রাণ সংস্থাগুলো। পশ্চিমা বিশ্বের তীব্র চাপের মুখে বুধবার ইয়েমেনের হোদেইদা বন্দর খুলে দিতে রাজি হয় সৌদি আরব।

বৃহস্পতিবার দুপুরে বন্দরটি খোলার কথা বললেও আট ঘণ্টার পরেও তা খোলা হয়নি। মানবিক সহায়তা পাঠানোর জন্য কোনও অনুমতিও দেওয়া হয়নি। শুক্রবার পর্যন্ত খাবার ও ওষুধের দুটি চালান কয়েকদিন ধরে হোদেইদা বন্দরে অপেক্ষা করছে। অবরোধ শিথিল না করা হলে কয়েক হাজার বেসামরিক লোক মারা যেতে পারে বলে জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিলো।