দিনাজপুরে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫১

দিনাজপুরে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫১

শেয়ার করুন

Dinajpur Medical College

।। হুমায়ুন কবীর, দিনাজপুর ।।

দিনাজপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ
নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৫১ জন
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬১৯ জন।
আজ বৃহস্পতিবার দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মৃত ৪
জনের মধ্যে সদর উপজেলার ৩ জন এবং খানাসামা উপজেলার ১ জন রয়েছেন।
সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের
মধ্যে সদর উপজেলায় ৭৮ জন, ফুলবাড়িতে ৩৫ জন, পার্বতীপুরে ১৩ জন, বিরলে ১০ জন, বিরামপুরে ৪ জন,
হাকিমপুর ও বোচাগঞ্জে ৩ জন করে, চিরিরবন্দর ও নবাবগঞ্জে ২ জন করে এবং বীরগঞ্জে ১ জন রয়েছেন। এ ছাড়া
ঘোড়াঘাট, কাহারোল ও খানসামা উপজেলার কারো নমুনা পরীক্ষা করা হয়নি। গত ২৪ ঘণ্টায় জেলার ১৩টি
উপজেলায় করোনা শনাক্তের গড় হার ৩৮ দশমিক ২২ শতাংশ। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দিনাজপুর সদর
উপজেলা। এখানে শনাক্তের হার ৮২ শতাংশের উপরে। গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় ৯৪ জনের নমুনা পরীক্ষায়
৭৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।