ডিএসইউ পরিচালিত হয় মালয়েশিয়া থেকে

ডিএসইউ পরিচালিত হয় মালয়েশিয়া থেকে

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি বিকৃতির অভিযোগে, ডেসপারেটলি সিকিং আনসেনসরড গ্রুপের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের স্প্যশাল এ্যাকশন গ্রুপের সদস্যরা বুধবার রাজধানীর গ্রীণ রোড থেকে তাদের আটক করে। আটক হওয়া জুবায়ের আহমেদ, তৌহিদুল ইসলাম অর্ণব ও মোহাম্মদ আসিফ রানার কাছ থেকে হার্ডডিস্ক মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

14694647_1159096354178067_978759071_n
তিন জন গ্রেপ্তারের পর এডমিন প্যানেলের নাম সরিয়ে ফেলা হয়।

ডেসপারেটলি সিকিং আনসেনসরড নামের এ গ্রুপটি  অপরিচিত মানুষের ছবি, গোপনে ধারণ করা ভিডিও লিংক ফেসবুকে শেয়ার করে কুরুচিপূর্ন মন্তব্য করতো। এ গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষের অনেকেই অনলাইনে লাঞ্ছনার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান- এই গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাহুল চৌধুরী মালয়েশিয়া থেকে এটি পরিচালনা করছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিনে তিনজন গ্রেপ্তারের গ্রুপটির এডমিন প্যানেলের নাম এবং মডারেটরদের নাম সরিয়ে ফেলা হয়েছে।