খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন

1628834548076_Pic।। বান্দরবান প্রতিনিধি ।।
খুলনার রুপসায় ও দেশে বিভিন্নস্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙ্গচুর ও লুটপাটের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে আশীর্বাদ সংঘ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই মানবন্ধনে অংশ নেয় হিন্দুধর্মাবলম্বীরা। তবে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে পুলিশ বাধা প্রধান করলে পরে কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে পুনরায় মানববন্ধন করেন হিন্দু ধর্মালম্বীরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের দোকানপাট, বাড়িঘর ও মন্দিরের উপর বর্বরোচিত হামলা,ভাঙ্গচুর ও লুটপাটের প্রতিবাদ জানান এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের সকল ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের গ্রেফতারের জন্য সরকাররে কাছে দাবি জানান। সমাবেশে সুজন দাশ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে মানববন্ধনে বাধা প্রদানের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন প্রশাসন থেকে মানববন্ধনের কোন অনুমতি নেয়নি আশীর্বাদ সংঘ নামের সংগঠনটি।