শাদরুল আবেদীন:
বর্তমান গাজীপুর জেলার বলধা এস্টেটের শৌখিন জমিদার নরেন্দ্রনারায়ন রায়চৌধুরী ঢাকার ওয়ারীতে ১৯০৯ সালে গড়ে তুলেন ‘বলধা গার্ডেন’ নামে একটি উদ্ভিদ উদ্যান। এই উদ্যানের দুটি অংশের প্রথমটির নাম রাখেন ‘সাইকী’ আর দ্বিতীয়টির ‘সিবিলী’।
নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরীর মত্যুর পর কোন এক সময়ে এ দুটি উদ্যানকে সম্মিলিতভাবে “বলধা গার্ডেন” নামে আখ্যায়িত করা হতে থাকে। ৩.৩৮ একর জায়গার উপর এই উদ্যানটি নির্মিত। সেসময় জমিদার একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন।
শারদমল্লিকা, লতাজবা, ক্যানাংগা, কনক সুধা, কন্টক লতা, প্যাপিরাস, ধূপগাছ, শ্বেত শিমুল, হিং, উভারিয়া, রুপেলিয়া, কর্ডিয়া, অঞ্জন, গড়শিঙ্গা, অক্রকারপাস, পোর্ট ল্যান্ডিয়া, ওলিয়া,আমাজান লিলির মতো দুষ্প্রাপ্য প্রজাতির গাছের এক অপূর্ব সংগ্রহশালা হয়ে উঠে “বলধা গার্ডেন”। একসময় বাগানে মোট ৮০০ প্রজাতির প্রায় ১৮ হাজার উদ্ভিদ ছিল।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ বাগানের আতিথেয়তা গ্রহণ করেছিলেন এবং বাংলায় নামকরণ করেছিলেন অনেক বিদেশি গাছের। আর কবির লিখা বিখ্যাত ‘ক্যামেলিয়া’ কবিতাটি রচিত হয়েছিলো এখান থেকেই।
তৎকালীন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল বলদা। নিয়মিত সেখানে বসতো গান বাজনার আসর। দেশ বিদেশ থেকে আসত গুণীজনেরা।
এরকমই এক সন্ধ্যার আসরে বিনা আমন্ত্রণে আরেক জমিদার হৃষীকেশ দাস চলে আসেন আসেন এই বাগানে। ছোটজাতের বলে সে আসরে ঢুকতে দেয়া হয়নি তাকে। অপমানিত হয়ে হৃষীকেশ দাস টিকাটুলীতে গড়ে তুলেন রোজ গার্ডেন।
প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর দুইটা থেকে বিকাল ছয়টা ২০ মিনিট পর্যন্ত খোলা থাকে। এই বাগান সবার জন্য উন্মুক্ত। মূল গেটের বাম পাশে ১টি টিকেট কাউন্টার আছে। সবার জন্য টিকেটের মূল্য ১৫ টাকা। ২ বছর বয়সের শিশুদের জন্য টিকেট লাগে না।