টাঙ্গাইল প্রতিনিধি :
“মান সম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা” শ্লোগান নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সেরা মা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান প্রধান অতিথি থেকে তিনটি ক্যাটাগরীতে সেরা মা-দের সম্মাননা প্রদান করেন।
বৃহস্পতিবার সকালে বেড়াবুচনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সেরা মা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুন নাহার, সহকারী শিক্ষা অফিসার মেরিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি খন্দকার আনিসুর রহমান, সদস্য আল আমিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেড়াবুচনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান্দ আরা হক।
এর আগে বিদ্যালয়ের কোমলমতি শিশুরা গান গেয়ে ও কাবদলের মাধ্যমে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বরণ করে নেন। এ সময় প্রধান অতিথি নিরাপদ সড়ক চাই এর লিফলেট বিতরণ করেন ছাত্র-ছাত্রীদের মাঝে।