হ্যাকিংয়ের শিকার ৫ কোটি একাউন্টের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে ফেসবুক

হ্যাকিংয়ের শিকার ৫ কোটি একাউন্টের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে ফেসবুক

শেয়ার করুন

29FACEBOOK01-jumboএটিএন টাইমস ডেস্ক :

বেহাত হওয়ার সম্ভাবনা থাকা প্রায় ৫ কোটি ব্যবহারকারীর ফেসবুক একাউন্টের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নিজের ফেসবুক পোস্টে দেয়া স্ট্যাটাসে একথা জানিয়ে বলেন, ঘটনাটি এখন তদন্ত করে দেখা হচ্ছে।
ফেসবুকের ভিউ অ্যাজ ফিচারে কিছু ত্রুটি ধরা পড়েছে, যা ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। গত মঙ্গলবার ওই ত্রুটি ধরা পড়ার পর বিষয়টি পুলিশকেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওই ত্রুটি ঠিক করে নেয়া হয়েছে।

ভিউ অ্যাজ হল ফেসবুকের একটি প্রাইভেসি ফিচার, যা ব্যবহার করে একজন ব্যবহারকারী জানতে পারেন, তার নিজের প্রোফাইল পেজটি অন্যের কাছে কেমন দেখায়। ওই ফিচারে এমন কিছু নিরাপত্তা ত্রুটি হ্যাকাররা খুঁজে পেয়েছে, যা তাদের ফেসবুকের একসেস টোকেন চুরি করার সুযোগ করে দিয়েছে। আর ওই টোকেন ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব।