হোয়াটস অ্যাপের সুরক্ষা বলয় ভাঙলো হ্যাকাররা, আপডেট করার পরমার্শ

হোয়াটস অ্যাপের সুরক্ষা বলয় ভাঙলো হ্যাকাররা, আপডেট করার পরমার্শ

শেয়ার করুন

_106946459_whatsubject
এটিএন টাইমস ডেস্ক :

এবার হোয়াটস অ্যাপের সুরক্ষা বলয় ভেঙে দেয়ার ঘটনার কথা স্বীকার করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এ ঘটনার পর বিশ্বব্যাপী ১৫০ কোটি ইউজারকে অ্যাপটি আপডেট করার অনুরোধ করেছে তারা।

ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, এ ঘটনার পেছনে ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের হাত থাকতে পারে। যারা আন্তর্জাতিকভাবে সাইবার অস্ত্রের ডিলার হিসেবে পরিচিত। হোয়াটসঅ্যাপের সুরক্ষা বলয় ভাঙতে ব্যবহার করা হয়েছিল অ্যাপটির ভয়েস কলিং ফিচার। কোনো মোবাইলে ভয়েস কল করে নজরদারি সফটওয়্যারটি ইনস্টল করা যায়। এ জন্য কল ধরারও প্রয়োজন হয় না।

এভাবে ওই মোবাইলের কললিস্ট থেকে শুরু করে সব ধরণের তথ্য চুরি করা যায়। চলতি মাসের শুরুতে বিষয়টি জানার পরই ড্যামেজ কন্ট্রোলে নামে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সোমবার তারা ইউজারদের অ্যাপটি আপডেট করার অনুরোধ জানিয়েছে। হোয়াটসঅ্যাপের ধারণা : এই হামলার পেছনে আছে কোনো বেসরকারি সংস্থা। এখন পর্যন্ত কতজন ইউজারের কী তথ্য চুরি করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।