হুয়াওয়ের ফোন ব্যবহারকারীদের মধ্যে ফিরে আসছে আস্থা

হুয়াওয়ের ফোন ব্যবহারকারীদের মধ্যে ফিরে আসছে আস্থা

শেয়ার করুন

download-12এটিএন টাইমস ডেস্ক :

মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে হুয়াওয়ের ফোন ব্যবহারকারীদের মধ্যে ফিরে আসছে আস্থা। তবে ফোনটির বাংলাদেশের ডিলাররা বলছেন, গত দেড় মাসে হুয়াওয়ে ফোন ব্যাবহারে কোন সমস্যাই হয়নি। ফলে আস্থার সংকটও দেখা দেয়নি।

গত মে মাসে মার্কিন নিষেধাজ্ঞা ও গুগলের ঘোষণার ফলে কিছুটা বিভ্রান্তি তৈরী হয়েছিল চীনা স্মার্টফোন ব্র্যান্ড ও সংখ্যার হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন হুয়াওয়ে ফোন ব্যবহারকারীদের মনে।

যদিও বাস্তবে ফোনটির ব্যবহারকারীদের অ্যাপস ব্যবহারে কোন অসুবিধায় পড়তে হয়নি। তবুও গ্রাহক ও ব্যবহারকারীদের বিভ্রান্তি দুর করতে হুয়াওয়ের বাংলাদেশী অংশীদাররা চালু হয় এক বিশেষ অফার। কোউ অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়লে অর্থ ফেরত দেয়ার।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় বাংলাদেশও গ্রাহকদের মধ্যে এই ফোনের ব্যাপারে আগ্রহ বেড়েছে। মোবাইলের শোরুমগুলোতে ক্রেতাদের ভিড়।

এখন থেকে হুয়াওয়ে নিয়ে সকল বিভ্রান্তি একেবারেই দুর হবে বলে মনে করছেন বাংলাদেশে হুয়াওয়ে ফোনের আমদানিকারকরা।