হুয়াই এর ডেপুটি প্রধান মেং ওয়ানঝৌর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জালিয়াতির অভিযোগ

হুয়াই এর ডেপুটি প্রধান মেং ওয়ানঝৌর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জালিয়াতির অভিযোগ

শেয়ার করুন

_104695829_051054235বিশ্বসংবাদ ডেস্ক :

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াই এর ডেপুটি প্রধান মেং ওয়ানঝৌ এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মেং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা ভেঙে দেশটির সঙ্গে ব্যবসা করায় এমন অভিযোগ আনে দেশটি।

মেং ওয়ানঝৌকে জামিন দেয়া হবে কিনা, বর্তমানে সে বিষয়টি বিবেচনা করছে কানাডার একটি আদালত। শুক্রবার এ সংক্রান্ত মামলায় আদালতে ৫ ঘণ্টা শুনানি চলার পর, সোমবার পর্যন্ত মুলতবী ঘোষণা করা হয়েছে।

গত পয়লা ডিসেম্বর মেং ওয়াঝৌকে কানাডার ভ্যাঙ্কুভার থেকে গ্রেপ্তার করা হয়। তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হতে পারে আশঙ্কা করা হচ্ছে। গ্রেপ্তারের কারণ সম্পর্কে কানাডার পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইরানের উপর অবরোধের শর্ত লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চলছিলো যুক্তরাষ্ট্রে।

বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, মেং ওয়ানঝৌকে গ্রেপ্তারে কোন ধরণের রাজনৈতিক উদ্দেশ্য নেই। এদিকে মেংকে আটক করার তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। শিগগিরই তাকে মুক্তি দেয়ার দাবি করেছে বেইজিং।