হিরোশিমা বোমার চেয়ে হাজারগুন শক্তিশালী ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

হিরোশিমা বোমার চেয়ে হাজারগুন শক্তিশালী ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

শেয়ার করুন

45A1309E00000578-5011485-image-a-36_1508842878835বিশ্বসংবাদ ডেস্ক :

শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। স্যাটান-২ নামের এই ক্ষেপনাস্ত্র হিরোশিমায় ফেলানো মার্কিন বোমার চেয়ে এক হাজার গুন বেশি শক্তিশালী।

বৃহস্পতিবার স্যাটান-২ বা আরএস-২৮ নামের ক্ষেপনাস্ত্রটি মস্কো থেকে প্রায় ৮শ’ কিলোমিটার দূরে মহাকাশকেন্দ্র প্লেসটেক কসমোড্রোম থেকে উৎক্ষেপন করা হয়।
1542852-miss-1509115001-742-640x480রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্য এবং টেক্সাস ধ্বংস হয়ে যেতে পারে এই বোমার আঘাতে এবং ক্ষেপনাস্ত্রের সঙ্গে ১২টি নিউক্লিয়ার ওয়্যারহেড যুক্ত করা সম্ভব। পরমাণু অস্ত্রের পরীক্ষার অংশ হিসেবে একইদিন পরমাণু ডুবোজাহাজ থেকে আরো তিনটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া।