শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখলো বিশ্ব

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখলো বিশ্ব

শেয়ার করুন

https _blogs-images.forbes.com_trevornace_files_2018_07_lunar-eclipse-1নিজস্ব প্রতিবেদক :

একবিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ ছিল শুক্রবার। চাঁদ ঘুরতে ঘুরতে প্রবেশ করেছিল পৃথিবীর ছায়ার মধ্যে। যার স্থায়িত্ব ছিল ১ ঘণ্টা ৪৩ মিনিট।

সময়ের দিক থেকে এটিই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকে শুধু চন্দ্রগ্রহণই নয়, চাঁদ সূর্যের আলো বিকিরণ করে লাল হয়ে যাবে, অর্থাৎ ব্লাড মুনও দেখা যাবে, এমন তথ্য জানিয়েছিল নাসা।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ড থেকে শনিবার ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত পুরো চন্দ্রগ্রহণ ঘটবে বলে জানায় তারা। এর মধ্যে পূর্ণগ্রহণ রাত ১টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হয় রাত ৩টা ১৩ মিনিট ৩৬ সেকেন্ডে। তবে আকাশে মেঘাচ্ছন্ন থাকায় পূর্নগ্রাস চন্দ্রগ্রহণ দেখা থেকে বঞ্চিত হয়েছেন বাংলাদেশের মানুষ।