বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা বুঝে নিল বাংলাদেশ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা বুঝে নিল বাংলাদেশ

শেয়ার করুন

bangabondhu satellite-1নিজস্ব প্রতিবেদক :

ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর পূর্ণ মালিকানা বুঝে নিল বাংলাদেশ। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামটরে বিসিএসসিএল এর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এর মালিকানার সনদ বাংলাদেশকে বুঝিয়ে দেয়া হয়।

স্যাটালাইটটির নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিটিআরসি’র কাছে। গাজীপুরে নির্মিত গ্রাউন্ড স্টেশন থেকেই স্যাটেলাইট নিয়ন্ত্রণের সকল কাজ পরিচালিত হবে বলে জানান বিটিআরসি এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটটি বিসিএসসিএল নামের প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে, আর একে ভবিষ্যতে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হবে।

স্যাটেলাইটটির ৪০ টি ট্রান্সপন্ডারের মধ্যে ২০ টি দেশের কাজে ব্যবহার করা হবে পাশাপাশি অন্য ২০ টি ট্রান্সপন্ডার বিভিন্ন দেশের কাছে ভাড়া দেয়ার মাধ্যমে আয় করা যাবে। ড. মাহমুদ আশা করেন আগামী ৩ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।