প্রথমবারের মতো ব্যক্তিগত রকেট যাচ্ছে মহাকাশে

প্রথমবারের মতো ব্যক্তিগত রকেট যাচ্ছে মহাকাশে

শেয়ার করুন

SpaceXFalconHeavy-TopImageবিশ্বসংবাদ ডেস্ক :

প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে কোনো রকেট মহাকাশে পাঠাতে যাচ্ছে এলন মাস্কের কোম্পানী স্পেস এক্স। আর তার প্রথম গ্রাহক হলেন জাপানের অনলাইন ফ্যাশন টাইকুন ইউসাকু মিয়াযাওয়া।

প্রাইভেট রকেটে করে ঘুরতে যাচ্ছেন চাঁদের দেশে। আর তাইতো উচ্ছ্বসিত ৪২ বছর বয়সী এই বিলিয়নিয়ার বলেছেন, তিনি খুবই আনন্দিত। তাকে সুযোগ দেয়ায় স্পেস এক্সকে ধন্যবাদ জানান তিনি।

২০১৬ সালে বিগ ফ্যালকন রকেট নামের ওই রকেট বিশ্ববাসীর সামনে নিয়ে আসেন এলন মাস্ক। তারপর থেকে এতোদিন পর্যন্ত এর কারিগরি ত্রুটিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে রকেটটি প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার ক্যালিফোর্নিায় অবস্থিত সদর দপ্তর থেকে ঘোষণায় স্পেস এক্স জানিয়েছে, ২০২৩ সালে জাপানি বিলিয়নিয়ার ইউসাকু মিয়াযাওয়া-কে নিয়ে চাঁদের উদ্দেশ্যে উড়াল দেবে বিগ ফ্যালকন রকেট। সঙ্গে থাকতে পারেন আরো ৬-৮ জন শিল্পী। ১৫০ টন ওপনের রকেটটি ৭০ মিটার লম্বা।