‘নেটওয়ার্কের উন্নতি না হলে টেলিটকের গ্রাহক ধরে রাখা কঠিন হবে’

‘নেটওয়ার্কের উন্নতি না হলে টেলিটকের গ্রাহক ধরে রাখা কঠিন হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নেটওয়ার্কের উন্নতি না হলে টেলিটকের গ্রাহক ধরে রাখা কঠিন হবে বলে সতর্ক করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এজন্য রাষ্ট্রীয় এই সংস্থাটির উন্নয়নে, প্রায় আট মাস আগে একনেকে পাস হওয়া প্রকল্পের অর্থ এখনো ছাড় না হওয়ায় আক্ষেপও করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ, চাপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে টেলিটকের গ্রাহক সেবাকেন্দ্র উদ্বোধন করেন তারানা হালিম।

জানান, বর্তমানে টেলিটকের টাওয়ার সংখ্যা ৩ হাজার ৭০০টি, যেখানে গ্রামীণ ফোনের ১২ হাজার। নিজস্ব অর্থে নেটওয়ার্ক উন্নয়নের সামর্থ্য নেই টেলিটকের। বঙ্গাব্দ ১৪২৪ উপলক্ষে বিভিন্ন মূল্যমানের স্মারক ডাকটিকেট, স্যুভেনির শিট ও উদ্বোধনী খাম প্রকাশ করেছে ডাকবিভাগ।