নারীদের ভালো বেতন দিন: ফেসবুক সিওও

নারীদের ভালো বেতন দিন: ফেসবুক সিওও

শেয়ার করুন

_97111775_sandbergবিশ্বসংবাদ ডেস্ক :

নারীদের ন্যায্য ও ভালো বেতন দেয়া কর্মক্ষেত্রের নীতি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। নারী ও পুরুষের মধ্যে বেতনবৈষম্য কমাতে তিনি আরও কাজ করার আহ্বান জানান।

স্যান্ডবার্গ বলেন,  তরুণীদের নেতৃত্বে আসার ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করা উচিত। তিনি আরও বলেন,  প্রত্যেকের নেতৃত্ব দেয়ার যোগ্যতা রয়েছে এবং এক্ষেত্রে কর্মীদের কখনোই লিঙ্গভেদে মূল্যায়ন করা উচিত নয়। বরং তাঁদের যোগ্যতা কতটুকু অথবা তাঁরা কী হতে চান, তার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। একান্ত ওই সাক্ষাৎকারে স্যান্ডবার্গ নিজের কিছু ব্যক্তিগত অনুভূতির কথা বলেন।

২০১৫ সালে তাঁর স্বামীর আকস্মিক মৃত্যুর কথা উল্লেখ করে, সে সময় তাঁর দুই তরুণ ছেলেমেয়ের ওপর কী প্রভাব পড়েছিল, সে কথাও বলেন তিনি। কর্মক্ষেত্রে নারীদের ওপর কতটা বিরূপ পরিবেশের প্রভাব পড়ে, তা বোঝাতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন স্যান্ডবার্গ। তিনি বলেন, নারীরা নিজেদের যোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল থাকেন না। নিজেদের ছোট করে দেখেন। সামনে এগিয়ে যাওয়া থেকে নিজেদের সরিয়ে রাখেন। এমনকি বেশি বেতনের দাবিও করেন না।