‘নগ্ন’ ছবিটি ফিরিয়ে আনলো ফেসবুক

‘নগ্ন’ ছবিটি ফিরিয়ে আনলো ফেসবুক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভিয়েতনাম যুদ্ধের সময় তোলা যে ছবি সেসময় বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিল, সেটি ফেসবুক থেকে তুলে নিয়ে তীব্র সমালোচনার মুখে আবার ফিরিয়ে এনেছে ফেসবুক কর্তৃপক্ষ।

facebook-vietnamছবিতে দেখা যায়, নাপাম বোমায় পুড়ে যাওয়া নয় বছরের এক নগ্ন মেয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে। পেছনে বোমা হামলার পর কালো ধোঁয়ার কুন্ডলী। ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা ফুটে উঠেছিল এই ছবিতে।

বিশ্বের শত শত প্রকাশনায় বহু বার প্রকাশিত হয়েছে এই ছবিটি। কিন্তু সম্প্রতি ফেসবুক একটি পোস্ট থেকে ‘নগ্নতার’ অভিযোগে এই ছবিটি সরিয়ে নিয়েছিল। তবে সমালোচনার মুখে সেটি আবার ফেসবুক শেয়ার করার সুযোগ দিয়েছে। নরওয়ের পত্রিকার সম্পাদক এসপেন এজিল হ্যানসেন অভিযোগ করেছেন, ফেসবুক এই ছবিসহ পুরো পোস্ট ডিলিট করে দিয়েছে। এমনকি যে রিপোর্টার ছবিটি পোস্ট করেছিলেন, তার একাউন্টও সাসপেন্ড করে দেয়া হয়েছে। হ্যানসেন অভিযোগ করেন, মার্ক জাকারবার্গ তার ক্ষমতার অপব্যবহার করেছেন। ফেসবুক অবশ্য বলছে, সাংস্কৃতিক কারণে ‘নগ্নতা’ বলে বিবেচিত হতে পারে এমন বিষয় তাদের নিষিদ্ধ করতে হয়।