তথ্যপ্রযুক্তিতে নবীন উদ্যোক্তাদের সম্মননা জানাবে সরকার

তথ্যপ্রযুক্তিতে নবীন উদ্যোক্তাদের সম্মননা জানাবে সরকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

তথ্যপ্রযুক্তি খাতে নবীন উদ্যোক্তাদের সম্মাননা জানাবে সরকার। ২৫ মে ঢাকায় বাংলাদেশ স্টার্ট আপ অ্যাওয়ার্ড ২০১৭ ও ন্যাশনাল ডেমো ডে-তে এই সম্মাননা দেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে এক সংবাদ সম্মেলনে, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

তিনি জানান, ভবিষ্যতে স্টার্ট আপ খাতে উদ্যোক্তাদের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। উদ্যোক্তাদের নতুন উদ্ভাবিত প্রযুক্তি জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতেই এ উদ্যোগ নিয়েছে সরকার। এই আয়োজনে সহযোগী হিসেবে আছে জিপি অ্যাকসেলারেটর ও ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।