ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারা সংশোধনের সুপারিশ

ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারা সংশোধনের সুপারিশ

শেয়ার করুন

image-12958-1517376555নিজস্ব প্রতিবেদক :

ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারা সংশোধনের সুপারিশ করেছেন গণমাধ্যম প্রতিনিধিরা। আর সেই ধারাগুলো বিবেচনার আশ্বাস দিয়ে আইনমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী দুজনই বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন হবেনা।

সংসদে উত্থাপিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নিজেদের আপত্তির কথা জানাতে মঙ্গলবার জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেন সম্পাদক পরিষদ, টেলিভিশন মালিকদের সংগঠন- অ্যাটকো এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে- এর প্রতিনিধিরা। বৈঠকে আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২ এবং ৪৩ ধারা নিয়ে আপত্তি জানিয়েছেন তারা।

প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠক শেষে গণমাধ্যম প্রতিনিধিরা জানান, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আপত্তিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস পেয়েছেন তারা।

এ ব্যাপারে তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাক স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা হরণ হয়, সংবিধান পরিপন্থি, এমন কোন আইন করা হবেনা।

গণমাধ্যম প্রতিনিধিদের দেয়া সুপারিশ বিবেচনায় নিয়েই ডিজিটাল নিরাপত্তা আইন করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তবে আসন্ন বাজেট অধিবেশনেই ডিজিটাল নিরাপত্তা আইন পাস হবে কিনা নিশ্চিত করেন নি তিনি।