জীবন ধারণের জন্য মঙ্গল গ্রহে অক্সিজেনের সন্ধান মিলেছে

জীবন ধারণের জন্য মঙ্গল গ্রহে অক্সিজেনের সন্ধান মিলেছে

শেয়ার করুন

Nasa_Mars20170703154338এটিএন টাইমস ডেস্ক :

মঙ্গলের বায়ুমণ্ডলে জীব বেচে থাকার মতো অক্সিজেনের উপস্থিতির প্রমাণ পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, এই অক্সিজেন রয়েছে গ্রহটির বায়ুমণ্ডলের উপরের স্তরে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং জার্মানির মহাকাশ দফতর যৌথভাবে মহাকাশে একটি বিশেষ গবেষণা কেন্দ্র তৈরি করেছে। সেখান থেকে মঙ্গলের বায়ুমণ্ডলের পরিবর্তন লক্ষ‌্য করে বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞানীরা।

তবে গবেষকেরা জানিয়েছেন, পারমাণবিক অক্সিজেনের প্রবাহ এতোই দ্রুত যে নির্ণয় করা বেশ কঠিন। মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি জানতে ৬০ থেকে ৭০ দশকে ভাইকিং ও মেরিনার যানকে পাঠায় নাসা। সেবার মঙ্গলের ভূপৃষ্ঠের ছবিতে বিষয়টি ধরা না দিলেও বিজ্ঞানীরা বলছেন, এবারই জোরালো প্রমাণ মিলল যে, এই অক্সিজেনে প্রানীর জীবন ধারণ সম্ভব।