চীনে রেললাইন ছাড়াই চলছে ট্রেন

চীনে রেললাইন ছাড়াই চলছে ট্রেন

শেয়ার করুন

https _blueprint-api-production.s3.amazonaws.com_uploads_card_image_499014_01beaa53-bfe5-4474-adef-a6a4a3fc0533স্পোর্টস ডেস্ক :

সম্প্রতি চীনের হুনান প্রদেশের ঝোউঝোউ শহরে স্মার্ট ট্রেন সার্ভিস চালু হয়েছে। এর মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা যুক্ত করেছে চীন। রেললাইন ছাড়া চলা এই অত্যাধুনিক ট্রেনের নাম স্মার্ট ট্রেন।

কম্পিউটারে প্রোগ্রাম করা ভার্চুয়াল লাইনের মাধ্যমে শহরের রাস্তা দিয়ে চলাচল করতে সক্ষম এ ট্রেন। নির্মাতা প্রতিষ্ঠান চায়নিজ রেল ট্রানজিট ফার্ম, এর নাম দিয়েছে ‘স্মার্ট বাস’।

ট্রেনটি লম্বায় ৩০ মিটার ও পুরোপুরি বিদ্যুৎচালিত। একবার চার্জ করে নিলে একটানা ২৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে ট্রেনটি। এর সঙ্গে সাদা দাগগুলোর সেন্সরের সংযোগ এমনভাবে করা হয়েছে, যাতে যে কোনো প্রতিকূল অবস্থায়ও ট্রেনটি সাদা দাগের লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে সরে যেতে না পারে।

প্রথম পর্যায়ে চালু করা ট্রেনটিতে রয়েছে তিনটি কামরা যাতে একসঙ্গে ৩০০ যাত্রী চড়তে পারবেন। পরবর্তী সংস্করণে যাত্রী ধারণক্ষমতা ৫০০ করার চিন্তাভাবনা চলছে। ট্রেনটিতে প্রচলিত ধাতব টায়ারের বদলে এতে থাকবে রাবারের টায়ার।