চাঁদে পা রাখা চতুর্থ মানব এলান বিন আর নেই

চাঁদে পা রাখা চতুর্থ মানব এলান বিন আর নেই

শেয়ার করুন

bean_portrait বিশ্বসংবাদ ডেস্ক :

সাবেক মার্কিন নভোচারী ও চাঁদে পা রাখা চতুর্থ  মানব এলান বিন আর নেই। শুক্রবার ৮৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়েন বিন। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চাঁদে ভ্রমণের আগে মার্কিন নৌ-বাহিনীর পাইলট ছিলেন এলান বিন। ১৯৬৩ সালে শিক্ষানবিস হিসেবে নাসায় যোগ দেন তিনি। মোট দুইবার মহাকাশে যাত্রা করেন বিন। প্রথমবার ১৯৬৯ সালের নভেম্বরে এপোলো-১২ এর ‘লুনার মডিউল পাইলট হিসেবে চাঁদে যাত্রা করেন। চতুর্থ মানব হিসেবে চাঁদে পা রাখেন তিনি। ফিরে আসার পর বিন বলেন, এটি সাধারণ মানুষের কাছে, যতটা না কল্পনার বিষয়, তার চেয়েও বেশি কল্প-কাহিনীর মতো ছিলো তার নিজের কাছে।
skynews-alan-bean-nasa-space_4321690
বিন দ্বিতীয়বার মহাকাশযাত্রা করেন প্রথম আমেরিকান ‘স্পেস স্টেশন’  স্কাইল্যাবের উদ্দেশ্যে যাত্রা করা ফ্লাইটের বিমানের কমান্ডার হিসেবে। ১৯৮১ সালে নভোচারী হিসেবে অবসর নেন বিন। নতুন জীবন শুরু করেন চিত্রশিল্পী হিসেবে। তার আঁকা চিত্রগুলোতে তার মহাকাশযাত্রার ছাপ পাওয়া যায়। চিত্রশিল্পী হিসেবেও সুনাম অর্জন করেন তিনি।