কালিয়াকৈরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব উদ্বোধন

কালিয়াকৈরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব উদ্বোধন

শেয়ার করুন
IMG_20210530_183025
ছবি- এটিএন টাইমস
।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।
গাজীপুরের কালিয়াকৈরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব উদ্বোধন হয়েছে। রবিবার(৩০মে)দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলে ক্লাবটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। তিনি বলেন,”ভবিষ্যত প্রজন্ম কে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সাথে পরিচয় করে দিতে স্কুল থেকেই এ-ই সম্পর্কে জানতে,বুঝতে ও শিখতে হবে।সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে প্রত্যেক স্কুলে এ ক্লাব প্রতিষ্ঠা করতে হবে।”
এছাড়া আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার মনিরুল ইসলাম,বেগম সুফিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম,ভাউমান টালাবহ স্কুলের প্রধান শিক্ষক হারিছ মিয়া,জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক বিলকিস আক্তার,সহকারী শিক্ষক বশির উদ্দিন,আক্তার হোসেন,শফিউল্লাহ শেখ,নজরুল ইসলাম,লোকমান হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।