কার্বন-ডাই-অক্সাইড কমাতে বিজ্ঞানীদের অভিনব কৌশল

কার্বন-ডাই-অক্সাইড কমাতে বিজ্ঞানীদের অভিনব কৌশল

শেয়ার করুন

199917-global-carbon-emissions-reach-record-10-billion-tonsএটিএন টাইমস ডেস্ক :

শিল্পায়নের ফলে প্রতিনিয়ত বাতাসে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের পরিমান কমাতে কাজ করছে বিশ্বের বেশ কয়েকটি সংস্থা।

এতো কিছুর পরও বিষয়টির লাগাম টেনে ধরতে পারছে না বিজ্ঞানীরা। তবে এবার বিকল্প এক উপায়ের বের করেছেন বিজ্ঞানীরা। বাতাস থেকে যতটা সম্ভব বাড়তি কার্বন-ডাই-অক্সাইড কিভাবে টেনে নেয়া যায়, সেদিকে মনোযোগ দিয়েছেন তারা।

ভারতের তামিল নাড়ুর ততিকোরিন বন্দরে এই বিষাক্ত গ্যাস কমাতে কাজে নেমেছে ‘কার্বন ক্লিন সলিউশন’ সংস্থা। একই কাজ করে চলেছে ব্রিটিশ সংস্থা ‘ইকোনিক টেকনোলজিস’ ও কানাডার সংস্থা ‘কার্বন কেয়ার টেকনোলজিস’।

বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড টেনে নিয়ে প্লাস্টিক বানাচ্ছে সংস্থাটি। কানাডার কার্বন কিওর টেকনোলজিস কাজ করছে রাস্তার কংক্রিটের মশলার মধ্যে সরাসরি ঢুকিয়ে দিয়ে।