উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিকের পদত্যাগ

উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিকের পদত্যাগ

শেয়ার করুন

_96465389_gettyimages-454754099এটিএন টাইমস ডেস্ক :

শেয়ার হোল্ডারদের চাপের মুখে উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক পদত্যাগ করেছেন।

দ্যা নিউ ইয়র্ক টাইমস জানায়, অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক ‘উবার’ এর ৫ জন প্রধান বিনিয়োগকারীদের দাবির মুখে মঙ্গলবার পদত্যাগ পত্র জমা দেন তিনি। তবে প্রধান নির্বাহীর পদ ছাড়লেও কালানিক উবারের বোর্ডে থাকবেন বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটিতে যৌন হয়রানিসহ নানা অভিযোগ তদন্তের পর কালানিকের পদত্যাগের ঘোষণা এল। যদিও গত সপ্তাহে কালানিক অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাওয়ার কথা বলেন। গাড়ি সার্ভিস দিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ বা নতুন ব্যবসায় উদ্যোগ হলো এই উবার। বিশ্বের ৪৫০টির বেশি শহরে এর কার্যক্রম চালু রয়েছে।