ইউরোপিয় পার্লামেন্ট কমিটির কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ

ইউরোপিয় পার্লামেন্ট কমিটির কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ

শেয়ার করুন

3945বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রিটেনের রাজনৈতিক ও সামরিক তথ্য বিশ্লেষণী সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অবৈধভাবে হাতিয়ে নেয়ার ঘটনায় আবারো ক্ষমা চেয়েছেন মার্ক জাকারবার্গ।

মঙ্গলবার ইউরোপিয় পার্লামেন্টারি কমিটির মুখোমুখি হন তিনি। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখার জন্য যথেষ্ঠ পদক্ষেপ নিতে না পারায় দু:খ প্রকাশ করেন জাকারবার্গ। ভবিষ্যতে তথ্য চুরির ঘটনা রোধে নিশ্চয়তা চাইলে, ইউরোপের তথ্য সুরক্ষার নজরদারিতে ২০ হাজার কর্মী নিয়োগের কথা জানান জাকারবার্গ।

বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীদের তথ্য আরো সুরক্ষিত রাখতে ইন্টারনেট বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন বলেও জানান তিনি।

কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ৮ কোটি ৭০ লাখ মানুষের তথ্য চুরি করে রাজনৈতিক প্রচারের কাজে লাগানোর প্রমাণ পাওয়া যায়। যার মধ্যে ৩০ লাখ ব্যবহারকারী ইউরোপের নাগরিক। এর আগে, মার্কিন সিনেটে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন জাকারবার্গ।