মার্কিন কংগ্রেস শুনানিতে যাচ্ছে না গুগল বস, অংশ নেবে ফেসবুক-টুইটার

মার্কিন কংগ্রেস শুনানিতে যাচ্ছে না গুগল বস, অংশ নেবে ফেসবুক-টুইটার

শেয়ার করুন

_103296757_046388847
বিশ্বসংবাদ ডেস্ক :

প্রথমবার মার্কিন কংগ্রেসের মুখোমুখি হচ্ছে না তথ্য-প্রযুক্তি জায়ান্ট গুগল। তবে তাদের আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেশনাল শুনানিতে অংশ নিতে যাচ্ছে ফেসবুক ও টুইটার।

গুগলের চিফ এক্সকিউটিভ সুন্দর পিচাই এবং সহযোগী প্রতিষ্ঠান অ্যালফাবেটের চিফ এক্সকিউটিভ ল্যারি পেজের কাছ থেকে ২০১৬ সালে মার্কিন নির্বাচনের আগে-পরে তথ্য সরবরাহ বিষয়ক কয়েকটি ইস্যুতে কথা বলার জন্য তাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু তারা কেউই মার্কিন কংগ্রেসের শুনানিতে যাচ্ছেন না। তবে তাদের জায়গায় যাচ্ছেন গুগল নিযুক্ত আইনজীবী কেন্ট ওয়াকার। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের ডেমোক্রেট সিনেটর মার্ক ওয়ার্নার। বলেছেন, কেউ না এলে, তাদের চেয়ার খালি রাখা হবে। তাদের এই আচরণ দু:খজনক। স্থানীয় সময় বুধবার সকালে এই শুনানি অনুষ্ঠিত হবে।