রোহিতকে ছাড়িয়ে ছক্কার রাজা গাপটিল

রোহিতকে ছাড়িয়ে ছক্কার রাজা গাপটিল

শেয়ার করুন

Martin guptill
যাকে বলে রাজকীয় প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে শুধু রাজকীয় ভঙ্গিমায় ফিরেই থামেননি তিনি। অজিদের বিপক্ষে বৃহস্পতিবার ৯৭ রানের ইনিংস খেলার পথে ৮টি ছক্কা হাঁকিয়ে রোহিত শর্মাকে ছাড়িয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক এখন গাপটিল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণে এতোদিন ছয়ের রেকর্ডে সবার ওপরে ছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ১২৭টি ছয়ের মালিক ছিলেন তিনি। ১২৪টি ছক্কা নিয়ে এরপরই অবস্থান ছিল গাপটিলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনটি ছয় হাঁকিয়ে রোহিতকে ছুঁয়ে ফেলেন গাপটিল। চতুর্থটি হাঁকিয়ে রোহিতকে ছাড়ান তিনি। বৃহস্পতিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আরও ৪টি ছক্কা হাঁকান কিউই ওপেনার। ম্যাচে সর্বমোট ৮টি ছক্কা হাঁকিয়ে ১৩২টি ছক্কা নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবার ওপরে গাপটিল।

সিরিজের প্রথম ম্যাচে দল ৫৩ রানের বড় ব্যবধানে জয় পেলেও রানের খাতা খুলতে পারেননি গাপটিল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিধ্বংসী রূপ ধারণ করেন তিনি। সেঞ্চুরির পথে দৌড় শুরু করলেও ৩ রান দূরে অর্থাৎ ৯৭ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। ম্যাচ শেষে সেঞ্চুরির আক্ষেপ থাকলেও এই ফরম্যাটে সর্বোচ্চ ছয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন গাপটিল। ১২৭টি ছক্কা হাঁকাতে রোহিত সময় নেন ১০০ ইনিংস। সেখান মাত্র ৯২ ইনিংসে তাকে ছাড়িয়ে গেলেন গাপটিল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিল, রোহিত ছাড়া ছক্কার সেঞ্চুরি আছে আরও তিন ক্রিকেটারের। ৯৪ ইনিংসে ১১৩টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডে ওয়েন মর্গ্যান, ৬২ ইনিংসে ১০৭টি ছক্কা হাঁকিয়েছেন কলিন মানরো। ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল ৫৪ ইনিংসে ১০৫ ছক্কা মেরেছেন।