তিন ধাপে দেশে ফিরবেন টাইগাররা

তিন ধাপে দেশে ফিরবেন টাইগাররা

শেয়ার করুন

Bolda

ক্রীড়া ডেস্ক।।

পোর্ট এলিজাবেথ টেস্টের মাধ্যমে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়েছে। এবার দেশে ফেরার পালা। তবে একসঙ্গে ফিরবেন না তামিম-মুশফিকরা। একই ফ্লাইটে টিকিট না পাওয়ার কারণে তিন ধাপে দেশে ফিরবেন বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে আসবে প্রথম বহর। বৃহস্পতিবার সকালে ও বিকেলে আরও দুটি ভাগে ঢাকায় পৌঁছাবেন টাইগাররা।

তিনি আরও বলেন, যেহেতু এখন জাতীয় দলের ব্যস্ততা নেই, তাই হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং নতুন পেস বোলিং কোচ অ‍্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন।

স্পিন কোচ রঙ্গনা হেরাথ সরাসরি শ্রীলঙ্কা যাবেন। জেমি সিডন্স ও শেন ম্যাকডারমট অস্ট্রেলিয়া যাবেন ঢাকা থেকে। কাল দেশে ফেরার বিমান ধরবেন তারা।

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়ানডে জয়ের রেকর্ড গড়েন তারা।

তবে টেস্ট ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ডারবানে প্রথম ম্যাচ ২২০ রানে হারের পর পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচ হেরেছে ৩৩২ রানের বড় ব্যবধানে।