খেলা বাতিল হওয়ার শঙ্কায় চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ

খেলা বাতিল হওয়ার শঙ্কায় চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ

শেয়ার করুন

Champions-Uro League

 

আগামী সেপ্টেম্বর মাস পযর্ন্ত যদি করোনাভাইরাস থাকে তবে চলতি চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ বাতিল হতে পারে। এমনটাই জানিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিন। তবে ৫২ বছর বয়সী স্লোভেনিয়ানের পছন্দ, পরিত্যক্ত করার চেয়ে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন স্টেডিয়ামে ম্যাচ চালানো।

চলতি মৌসুম পরিত্যক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে জার্মান ভিত্তিক ক্রীড়া মাধ্যম জেডিফি স্পোর্টস্টুডিও’কে সেফরিন বলেন, ‘আমরা এটা (চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ) সেপ্টেম্বর বা অক্টোবরে খেলতে পারব না। কর্তৃপক্ষ যদি আমাদের খেলার অনুমতি না দেয় তবে আমরা খেলতে পারব না।’

করোনাভাইরাসের কারণে আপাতত অর্নির্দিষ্ট সময়ের জন্য চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ স্থগিত করেছে উয়েফা।