উইজডেনের স্বীকৃতিতে আপ্লুত সাকিব

উইজডেনের স্বীকৃতিতে আপ্লুত সাকিব

শেয়ার করুন

Shakib al hasan

সুখবরটা পেতেই অভিনন্দনের বৃষ্টিতে সিক্ত হচ্ছেন সাকিব আল হাসান। স্বীকৃতিটাও তো গর্ব করার মতো। একুশ শতকে ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ মূল্যবান বা সেরা ক্রিকেটার! তাও আবার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন দিয়েছে এমন স্বীকৃতি।

এই শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হয়ে এবার আপ্লুত সাকিব। উইজডেনের মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ প্রসঙ্গে লিখেছেন, ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

উইজডেন ক্রিকেট মান্থলি ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথভাবে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি নির্বাচন করেছে।

সেই তালিকায় ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় মূল্যবান বা সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব। একইসঙ্গে এই অলরাউন্ডার টেস্টে জায়গা পেলেন ষষ্ঠ স্থানে। তবে টি-টোয়েন্টিতে সেরা ২০ এ জায়গা হয়নি টাইগার অলরাউন্ডারের।

উইজডেন ক্রিকেট মান্থলির টেস্টে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ওয়ানডেতে সেরা খেলোয়াড় ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। টি-টোয়েন্টিতে সেরা আফগান লেগ স্পিনার রশিদ খান।

টেস্টে মুরালিধরন নাম্বার ওয়ান। এরপরই ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্যাকগ্রা ও দক্ষিণ আফ্রিকার শন পোলক।

নির্বাচিত সময়ে খেলা সব ম্যাচের পয়েন্ট যোগ করার পর গড় বের করেই করা হয়েছে সেরাদের তালিকা।

জুয়ারিদের অনৈতিক প্রস্তাব গোপন করায় সাকিব এখন এক বছরের জন্য নিষিদ্ধ। আসছে অক্টোবরে শেষ হবে নিষেধাজ্ঞা। তবে তার আগে সময়টা মন্দ কাটছে না। একের পর এক স্বীকৃতিতে অনন্য উচ্চতায় উঠে যাচ্ছেন বাংলার জান, সাকিব আল হাসান!