১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

শেয়ার করুন

Daulodia feri
ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনারায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় উভয় ঘাটে আটকা পড়ে শতশত যানবাহন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৬ কিলোমিটারের বেশি এলাকায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়। এতে নদী পারের অপেক্ষায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে। এ রুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।