আজ থেকে ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

আজ থেকে ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

শেয়ার করুন

Bd- South korea
বাংলাদেশ থেকে ভিসা আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এর আগে করোনা সংক্রমণ রোধে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছিল দেশটি।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

দক্ষিণ কোরিয়ার সিওলের বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজের এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে করোনা সংক্রমণের হার সম্প্রতি হ্রাস পাওয়ার কারণে এই ভিসা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে শিক্ষার্থীসহ ইপিএস কর্মীরা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার ভিসার আবেদন করতে পারবেন।

তবে, দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের মধ্যে করোনা সংক্রমণের হার আবারো বৃদ্ধি পেলে ‘ভিসা নিষেধাজ্ঞা’ পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাই, দক্ষিণ কোরিয়ার যাওয়ার আগে করোনা শনাক্তের নমুনা পরীক্ষার সময় ও করোনা সনদ সংগ্রহের সময় সবাইকে যথাসম্ভব সতর্ক থাকতে বলা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানান, আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে দক্ষিণ কোরিয়া পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। এই ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।