মোহাম্মদ নাসিমের সফল অস্ত্রোপচার

মোহাম্মদ নাসিমের সফল অস্ত্রোপচার

শেয়ার করুন

Mohammad nasim

 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তাকে ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে আজ শুক্রবার (০৫ জুন) ভোরে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় ব্রেন স্টোক করেন মোহাম্মদ নাসিম। পরে জরুরিভাবে তার অস্ত্রোপচার চলে। যদিও গতকাল বৃহস্পতিবার (০৪ জুন) তার অবস্থার উন্নতি হয়েছিল।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।
বিপ্লব বড়ুয়া আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ নাসিমের খোঁজ নিয়েছেন। তিনি চিকিৎসক এবং নাসিমের ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন।
প্রসঙ্গত, গত ১ জুন শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে করোনা পজেটিভ আসলে সতর্কতার জন্য তাকে আইসিইউতে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি রাতের মধ্যেই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে নেওয়ার নির্দেশ দেন। এর মধ্যেই আজ ভোরে হঠাৎ স্ট্রোক করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।