বিকেলে সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

বিকেলে সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

শেয়ার করুন

Songshod bhaban

করোনাভাইরাস মহামারীর মধ্যেই গতকাল বসেছে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যার আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে এটি মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।

তবে এবার অধিবেশন হবে ১২-১৫ কার্যদিবসের। অধিবেশন কক্ষে যাতে দূরত্ব নিশ্চিত করা যায়, এ জন্য ৩৫০ জন সাংসদের সবাই সব দিন উপস্থিত হবেন না। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। এবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বও থাকছে না। সংসদ ভবনে দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেয়া হবে না।
২০২০-২০২১ অর্থবছরের স্বাস্থ্যখাতে বরাদ্দের প্রস্তাব করা হবে ২৯ হাজার ২৪৬ কোটি টাকা। এছাড়াও জনপ্রশাসনে ১ লাখ ৭১৫ কোটি, স্থানীয় সরকারের ৩৯ হাজার ৫৭৩ কোটি, শিক্ষা ও প্রযুক্তিতে ৮৫ হাজার ৭৬০ হাজার কোটি, কৃষি খাতে ২৯ হাজার ৯৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবের কথা রয়েছে।

বাজেট কাঠামোতে মোট ব্যয় ৫ লাখ ৬৮ হাজার কোটি ও মোট আয় ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি টাকা।