আরও ৩৮৫ বন্দি মুক্তি পাচ্ছেন আজ

আরও ৩৮৫ বন্দি মুক্তি পাচ্ছেন আজ

শেয়ার করুন

Dhaka central jail

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কারাগারগুলোয় ভিড় কমাতে প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আজ রবিবার ৩৮৫ জন মুক্তি পাচ্ছেন। তিন থেকে ছয় মাস সাজা খাটা এসব বন্দিদের রবিবারই মুক্তি দিতে ইতোমধ্যে নির্দেশনা কারাগারগুলোতে পৌঁছেছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, ‘আজকের মধ্যে দ্বিতীয় ধাপের ৩৮৫ জন বন্দি মুক্তি পাবেন বলে আশা করছি।’

ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী, তিন মাস ছয় মাস  সাজাভোগকারী, তিন মাস পর্যন্ত সাজাভোগকারী বন্দিরা মহামারীর কারণে এ মুক্তির সুযোগ পাচ্ছেন।

সেই হিসেবে শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। রবিবারসহ দুই ধাপে মুক্তি পাবেন ৫৫৫ জন বন্দি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী এসব বন্দিদের মুক্তির সময় জরিমানার অর্থ আদায় নিশ্চিত করতে বলা হয়েছে।

দেশে ৬৮টি কারাগারে ৯০ হাজারের মতো বন্দি রয়েছে, যা কারাগারগুলোর ধারণক্ষমতার কয়েকগুণ বেশি। কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা থাকে অত্যন্ত বেশি। সে জন্য বন্দির চাপ কমানোর উদ্যোগ নেয় সরকার।

শনিবার (২ মে) প্রথম দফায় মুক্তি পেয়েছে ১৭০ কয়েদি।