এটিএন টাইমস ডেস্ক:
জয় দিয়ে আট জাতি এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। শনিবার নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৪-২ গোলে হারিয়েছে চয়নের দল।

প্রতিপক্ষের মাঠে খেলার শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। তবে প্রথম গোলের জন্য বাংলাদেশের অপেক্ষা ২১ মিনিট পর্যন্ত।
এসময় পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন বাংলাদেশের মামুনুর রহমান চয়ন। এর দুই মিনিট পার সেই চয়নের গোলে ব্যবধান দ্বিগুণ করেন অতিথিরা।
আর ৩৩ মিনিটে দলকে তৃতীয গোল উপহার দেন রাসেল মাহমুদ জিমি। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে হংকংয়ের সাঙ কিন কান পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান।
দ্বিতীয়ার্ধের ৪২ মিনিটে সিউ চুং মিং গোল করে ব্যবধান আরও কমান। তবে ৫২ মিনিটে জিমি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করলে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।