স্যামি ঝড়ে ফাইনালের পথে রাজশাহী

স্যামি ঝড়ে ফাইনালের পথে রাজশাহী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ড্যারেন স্যামির দূর্দান্ত ব্যাটিংয়ে চিটাগাং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়েছে রাজশাহী। এলিমেনিটর রাউন্ডে চট্টগ্রামের দেয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় কিংসরা। এতে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো আইকন সাব্বির রহমানের দল।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভাল সূচনা এনে দিতে পারেননি চিটাগংয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথ। দলীয় ৮ আর ব্যক্তিগত শুন্য রানে আউট হন ডোয়াইন স্মিথ। এরপর দ্বিতীয় উইকেটে ক্রিস গেইলকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল। ৩০ বলে ৪৪ রান করে গেইল বিদায় নেন।

এরপর তামিম ইকবাল ৫১ রানে আউট হলে বড় স্কোর গড়ার পথে ধাক্কা খায় চিটাগং। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪২ রান করে ভাইকিংস।

জবাবে দলীয় ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। এ অবস্থায় কিংস অধিনায়ক ড্যারিন স্যামির দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে পৌছে রাজশাহী। স্যামি সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ওপেনার নুরুল হাসানের ব্যাট থেকে আসে ৩৪ রান।